পাগলু ১ -
এইচ বি রিতা
Published on: মে 18, 2013
পাগলু!
পাগলু তুই কেমন আছিস
দিন রাত নাকি আমায় ভাবিস
উদাস হয়ে ভর দুপুরে
পথে পথে একলা হাঁটিস।
পাগলু তুই বড্ড পাগল
এখনো আমায় জ্বালিয়ে মারিস
একটু খানি আড়াল হলেই
চোখ রাঙিয়ে কেঁদে মরিস।
পাগলু তুর নাকি মন ভার
বলতো তুই কে আমার ?
বিনি সুতোয় গাথা মালায়
পরিয়েছিস আমার গলায় হার।
পাগলু তুই দেখনা ফিরে
মল পায়ে তোর পাগলী ঘুরে
কোকিলের গানে সুরে সুরে
দক্ষিনা বাতাসে আচল উড়ে।
কোথায় যাব তোকে ছেড়ে
তোর ভালবাসায় আছি পড়ে
হাতটি বাড়িয়ে দেখনা ছুঁয়ে
তোর অস্তিত্ব আছি জুড়ে।
ওরে পাগলু একটু হাস
আমায় ছেড়ে কোথায় যাস
অন্ধ গলির বন্ধ ঘরে
দেখে যা তোর পাগলীর লাশ।
পাগলু তুই আয় না চলে
তোরে ছাড়া আমার ঘুম নাই রে
একলা কবরে জেগে জেগে
দুই চোখেতে জল ঝড়ে।
পাগলু ,অনেক ভালবাসি তোরে
তোর বিহনে মন পুড়ে
তোরে ছাড়া একলা এই ঘরে
মন আমার আনচান করে।
আসবি যখন আমার ঘরে
জ্যোৎস্না আনিস মুঠো ভরে
অমাবস্যা গায়ে মেখে
আজ কতদিন আছি পরে।
পাগলু , তুই ভাল থাকিস
নিজের দিকে খেয়াল রাখিস
মনে করে শীতের রাতে
কাঁথাটা তোর গায়ে রাখিস।

Add to favorites
1,486 views