পাতা ঝরার দিনে -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 14, 2018
সজীবের আহ্বানে তরুরাজী সব,
নিজেকে নতুন সাজে সাজাবে বলে আজ,
ব্যতিব্যস্ত এক পুনঃ নির্মাণ যজ্ঞে !
চোখের সন্মুখে দেখি ঝরে যায় ক্রমে ক্রমে,
বয়সের ভারে আজ যারা হয়েছে ফ্যাকাসে ,
সেই সব পত্র পল্লব;
কিছু কাল আগে যারা সবুজের দাবী নিয়ে,
প্রকৃতির তন্তু বুকে দিয়েছিল নকশীর ফোঁড়,
আজ দেখি সেই সব অসহায়,জঞ্জালসম,
বাতাসের ঝাপটায় খুঁজে ফেরে পরাহত নিয়তি ।
আজ এই পাতা ঝরার দিনে,
যে বসন্ত একদিন দিয়েছিল তারে নব প্রাণ,
নতুনেরে আলো দিতে ভুলে গেলে সব,
প্রকৃতিও রাখে নাই পিছুটান ।
কত দ্রুতলয়ে আমরাও পুরাতন হয়ে যাই ক্রমে,
সবুজ থেকে পান্ডুর তারপর বর্ণহীন,
এভাবে হারিয়ে যাই,মহাকালের অসীম কোলাহলে ।
আজ এই পাতা ঝরার দিনে,
খসে পড়া পল্লবের আড়ালে দেখি,
উড়ে যাই ছিন্ন পালকের মত সময়ের ব্ল্যাকহোলে,
বুকে ধরে ক্ষণস্থায়ীত্বের চাদরে মোড়া জন্মের ভবিতব্য,
কোন বসন্ত কখনও যারে পারে নাই
পাল্টাতে কোনক্রমে ।

Add to favorites
1,226 views