পাপপূন্য -
এইচ বি রিতা
Published on: আগস্ট 8, 2015
পাপ পূন্যের কথা কি বলি,পূন্য সেতো পাপের দোসর
হিসেব রবে মহাজনের দ্বারে, সাক্ষি রোজ ময়দানে হাসর।
যেজন নীরব পাপ পূন্য বিচারে, সুধাই তারে সাধন ভজনে
বলি, পাপ কাহারে বলে হে নৃ, যদি পুষ্প না ফুটিত পূন্য কাঁননে!
পাপে পূন্য, পূন্যে পাপ; কারন দর্শাও তবু নাই মাপ
যেজন ভোগে সেজন বুঝে; কি জালায় গো ব্যাথায় উত্তাপ!
ক্ষুধাই পুন্য, ক্ষুধাই পাপ; ভোগে কেবল বাড়ে অনুতাপ
মন যদি না হয় বশ, পূন্য তোমার পাপ রে ডাকে বাপ।
আমি বলি,বলি অধম…
তুমি কি গো এই দেহের মালিক, মালিক ওই মনের
মিছে আশায় ভাংগ গড়ো, প্রেমের ফাঁদে বধীর!
উপাসনায় জুটেনা ভাগে, ভাগ্যে যার শুন্য ঝুলি
তোমার মাঝেই স্রষ্টার ধারণ; করো সন্ধান সব ভুলি।

Add to favorites
1,577 views