পিছুটান -
জিনিয়া আফরোজ
Published on: ডিসেম্বর 28, 2016
ক্ষণে ক্ষণে আজ মনে পড়ে ছেলেবেলার
কথা,
মনে পড়ে যায় বলতে না পারা নীরব কিছু ব্যথা।
ছোট ছোট অভিমান আর ছোট্ট একফোঁটা জল,
আজ এবেলায় আমার কাছে সমুদ্র সমান। সেদিন
সেই ছেলেবেলায় যে অজান্তে গেছে
ফেলে,
আজ এইক্ষণে তারে পেলে,
সব না পাওয়া গুলো জল ভরা চোখে নিতাম চেয়ে!
তারপর কতো বর্ষা গেছে,
কতো বসন্ত
গেছে চলে,
শুধু আমার এইমন ভেজেনি, সাজেনি কোন ফুলে!
এরপর কতো প্রতিশ্রুতি,
কতো চাওয়া আর না পাওয়া, সবকিছুর ভীড়ে তবু
আজও পিছুডাকে,
সেদিনের সেই অবুঝ
ছেলেবেলা!

Add to favorites
1,061 views