পুজার ছলে এসো -
Mk chy rana
Published on: ফেব্রুয়ারী 25, 2017
——-
পুজার ছলে এসো রাধাঁ করো মোরে পুজনীয়
জ্যোৎস্নার রাতে নিরালা বনে, মধুর সুর লহরী
ছাড়িয়া স্বর্গ এসেছিনু তপোবনে কামসুত্রের লাগি
উজাড় করে নাও ,যত নিতে চাও করো ধন্য,
পৌরুষ দীপ্ত অমীয় ধারায় ভাসিয়ে করো গন্য ।
সিথিঁর সিদুঁর ললাটে মেখে চরণে রেখে হস্ত
আমি দেবতা ,কাম দেবো মধু বলয়ের প্রেমোসুধা ।
তুষ্ট করো মোরে ধন্য করো মধু ভান্ডার নারীত্ব
সেবিত হও প্রাণভরে সেবা নাও পুজায় ভরে ,
ধ্যানে মননে মধুমাখা নীশিতে নীদহীন জাগরণে
আমারই বদন একেঁ রেখো রাধাঁ মনের মন্দিরে,
কাম সুত্রের লাগি এসো দিবানীশি ওগো দারুচনি,
স্বার্থক করো প্রেম ,জীবনকে করে ভাস্কর
ধরনীর তটে একেঁ দাও,কামোসুধাই প্রেমো স্বার্থক ।

Add to favorites
564 views