পুরুষ -
এইচ বি রিতা
Published on: মে 3, 2014
পুরুষ তুমি বলবীর তুমি স্বকীয়তায় মহান
তোমার পরশে নারী কেপেঁছে, হয়েছে অম্লান
ধরণী জেগেছে প্রজন্ম ছড়িয়েছে
নারীকে করেছো মহিয়সী
তোমার কারণেই নারী কলংকিনী
কখনো বা সে প্রেয়সী।
তোমার চরণে নারী সঁপে
সুখ, ঐশ্বর্য, অনাকাঙ্ক্ষিত ভবিতব্য
তোমার আশ্রয়ে নারীর চেতনা বিকশিত
নারী হয়ে উঠে কবির কাব্য।
তরল তুমি, কঠোর তুমি
তুমি সাধক, তুমিই দ্বিচারী
পরম আবেশে নারীকে করো শীতল
তুমি নারীর দেহ মন এর অধিকারী।
ধৈর্য, ত্যাগ, আর দায়িত্বের শৈলচূড়ায়
তুমিই নারীর দুর্লভ শক্তি
তোমার অপার ভালবাসার মহিমায়
নারী হয় বন্দী; নাইকো তার মুক্তি।
যুগে যুগে কত কবি দার্শনিক
করে গেছেন নারীর মহিয়সী বর্ণনা
আমি বলি, পুরুষ তুমি নারীর সাধনা
তোমার ত্যাগের নাই তুলনা।

Add to favorites
3,141 views