পৃথিবী মানুষ হারাবে -
আসাদুজ্জামান শাওন
Published on: জুলাই 28, 2016
পৃথিবী মানুষ হারাবে
আসাদুজ্জামান শাওন
———————————————–
একদিন পৃথিবী থেকে সব রং
রংহীন হবে,
থেমে যাবে জাগতিক কোলাহল
মূহুর্তেই অন্ধকারে মিলিয়ে যাবে কিছু রং-চটা উৎসব।
পথগুলো ক্রমশ হারিয়ে যাবে
ইতিহাসের অদৃশ্য পাতায়!
প্রকৃতি স্বেচ্ছায় বরণ করে নেবে ধ্বংসাত্মক দৃশ্য।
মৃত্যু ঘটবে এক-একটি সভ্যতার,
অমাবস্যার চাদরে তলিয়ে যাবে
অদৃশ্য মানবসৃষ্ট নষ্ট আইন।
পরাজিত ঘড়ির কাঁটার মতন
চিরতরে থেমে যাবে কিছু বিক্ষিপ্ত নিয়ম।
ক্রমশ অভিধান থেকে
মুছে যাবে,
অর্থহীন অভিশপ্ত শব্দ!
পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো অগণিত মৃত বিবেক
হারিয়ে ফেলবে অবিরত কল্পনাশক্তি।
অন্ধকারে দৃশ্য হবে,
অজস্র পথভ্রষ্ট স্বপ্ন।
বিলুপ্তি ঘটবে নিষ্পাপ অথচ পবিত্র ভালোবাসার!
কোন একদিন পৃথিবী মানুষ হারাবে।

Add to favorites
1,781 views