প্রণয়ের ইতিহাস -
সেরাফিন মন্ডল
Published on: জুলাই 12, 2020
আমি প্রণয়ের ইতিহাস পড়েছি,
তোমার লেখা,
দেবদারুর ঢেউ পাতায়
অথবা জলের বুকে
কিংবা হৃদয়ের ভূমিতে,
ইতিহাসে বাঁক আছে ,আছে ঢেউ,
শুধু কোথাও লেখা নেই এক সাঁঝে তোমায় দিয়েছিলাম তিনটি অমরাবতী,
সপ্তর্ষি দিয়ে তোমার রাতকে পথ চিনিয়েছিলাম ,
তোমার উত্তাল সমুদ্রকে দিয়েছিলাম এক শান্ত সৈকত,
কোথাও লেখনি তুমি,
তোমার দুর্ধর্ষ রাজপথকে সাজিয়েছিলাম এক মৌন মিছিলে,
কোথাও লেখনি তুমি,
কৃষ্ণচূড়া দিয়ে তোমার আকাশটাকে রাঙিয়ে দিয়েছিলাম,
হৃদয়ের বেলা ভূমিতে ছিল আমার পদচিহ্ন ,
কোথাও লেখনি তুমি,
প্রণয়ের ইতিহাসে খাঁ খাঁ মরুভূমি,
মরুঝড়ে দীর্ঘজীবী বালির আনাগোনা,
আলেয়া দিয়ে সাজিয়েছ তুমি,
প্রণয়ের ইতিহাসে আমার শব।

Add to favorites
624 views