প্রতিভা -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 8, 2017
প্রতিভা বিকাশে দক্ষ মানুষ
জড় পৃথিবী হতে জলরাশি,
প্রাণের অস্তিত্বে অতঃপর উদ্ভিদ ও প্রাণি
অবলোকন করেছে মহাবিশ্ব হতে সৌর মন্ডল,
অতঃপর পৃথিবীর।
প্রস্তর যুগ বিনাসকালে নব্যপ্রস্তরযুগ; সভ্যতার প্রারম্ভে
উলঙ্গ মানুষ জেনেছে লজ্জ্বা নিবারণ
আদিমতা শেষে আধুনিকতা
মেধা বিকাশে শাণিত কলম; অস্ত্রাকারে
ক্রমবিকাশে বন্য মানুষ;
আলোকিত সভ্য মেধায়।
দক্ষতা প্রসারিত,
যেমনটি কৌশলে মাকরশা জাল বুনে
জলাভূমির আগাছায় তৈরি কুঁড়ে ঘর
তামা, সোনা, ব্রোঞ্জের সমাধীকালে লোহার ব্যবহার;
মানুষের প্রতিভা।
কাকদ্বীপ থেকে কামদুনি
গ্রহশ্রেণী থেকে সেনানিবাস
অভিনব পন্থায় ধর্ষণ; একই মানুষের
ক্রমবর্ধমান প্রতিভা।

Add to favorites
858 views