প্রতীক্ষা -
রণক আহম্মদ শাওন
Published on: জুন 3, 2017
চৈত্রের রুদ্ধশ্বাস রোদ আর নেই,
এবার কিছু অভিমানী মেঘ চৈত্রের আকাশে ভীড় করে।
দগ্ধ আকাশে হিমানীর মতো অদ্ভুত কিছু মেঘ,
প্রতীক্ষার প্রহর শুরু হয়,
প্রচন্ড রোদে ঝলসে যাওয়া মাঠের মতো,
তৃষ্ণার্ত চাতকের অতৃপ্ত ধ্বনির মতো,
ক্লান্ত পথিক উর্ধ্বপানে তাকায়।
সূর্যের কঠোরতা এখন ম্লান।
তবুও অভিমানী মেঘগুলো নির্ঝরের জল হয়ে ঝরে না।
চেপে থাকা অশ্রুর মতো,
হটাৎ বালুর বাধ ভাঙ্গে না।
বৃষ্টি, আকাঙ্ক্ষার বৃষ্টি, প্রতীক্ষার বৃষ্টি,
ছেলের আবদার মেটাতে অক্ষম পিতার নিরব কান্না হয়ে,
আট কপালে মেধাবী তরুণের বিচূর্ণ সপ্নের উপর একবিন্দু অশ্রুর মতো,
উতপ্ত পৃথিবীতে বারিধারা হয়ে নেমে আস।
প্রতীক্ষার প্রহর শেষ,
অভিমানী মেঘগুলো সরে গেছে।
চৈত্রের আকাশে এখন নির্দয়তার রোদ।
অসহায় পথিক বুকফাটা আর্তনাদ করে।
হটাৎ মনে জুলফিকারের তেজ আসে,
ব্যর্থ পথিক আবারো আশায় বুক বাধে,
আরোও একটি চৈত্রের অপেক্ষা,
অভিমানী কিছু মেঘের প্রতীক্ষা।

Add to favorites
798 views