প্রত্যাবর্তন বাই ফাতেমা মিশু -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
যে স্বপ্ন গুলো একসময় আমার বেঁচে থাকার একমাত্র উৎস হয়ে দাঁড়িয়ে ছিল,
আজ সে স্বপ্ন গুলোই বিষাক্ত কাঁটার মত আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে!
অনেকদিন আগের কথা, তখন আমি ছিলাম আধাঁরের অপ্সরী!
আধাঁরেই নিজের সত্ত্বাকে লুকিয়ে রাখতে ভালোবাসতাম
মরুভূমির পত্র পল্লবহীন তরুর মতই ছিল আমার জীবন।
তবুও নিজের যত আশা আকাঙ্খা, রোজ অমাবস্যায় নির্জন জলে পা ভিজিয়ে,
চুপিচুপি জলের রঙেই রাঙ্গিয়ে নিতাম; অদ্ভুত স্বস্তি পেতাম।
হঠাৎই একদিন আধাঁরের ফাঁকফোঁকড় পেরিয়ে এক টুকরো রোদ
আমার উঠোন জুড়ে গড়াগড়ি দিল; আমি ভয়ে কুঁকড়ে যেতে লাগলাম
অদ্ভুত ভয়ে আর্তনাদ করতে লাগল আমার হৃদয়।
এই কোন অশুভ বার্তা ! পত্র পল্লবহীন তরুরা আবার সজীবতায় ভরে উঠতে লাগলো!
নিষ্প্রাণ কৃষ্ণচূড়ায় ও রঙ লাগতে লাগল;
আর অসময়ে ফোটা কৃষ্ণচূড়া ও যে এতটা লালাভ ছড়াতে পারে ভাবিনি!
অবশেষে, তুমি নামক শব্দের আবির্ভাব!
আবারো অনুভূতিতে এসে ধাক্কা দিলে, ফিরিয়ে দিতে চেয়েও পারলাম না।
কেমন জানি শোধহীন হতে লাগলাম
মরিচায় জর্জরিত স্বপ্ন গুলোও ডানা ঝাপটাতে লাগলো।
আবারো সব অতীত পিছনে ফেলে ছুটে গেলাম এক গুচ্ছ বিশ্বাস নিয়ে
আশ্বাস দিলে ভালোবাসবে, এত্ত বছর পর আবারো সেই সুখ, সেই ভাল লাগা!
খুব ভয় হয়; হঠাৎ পাওয়া এত্ত সুখ আমার কপালে সইবেতো ?
সাধারন আটপৌঢ়ে এই আমি আবারো তোমার কাছে রাজকন্যা হয়ে উঠলাম
মনের অলিগলিতে অনেক স্বপ্ন বুনলাম, ছোট্ট চড়ুইভাতির সংসার
জোছনা রাত; মধ্যরাতে হাতে হাত রেখে কল্পনায় ভেসে যাওয়ার সুর
ইস! সবই যেন স্বর্গ মনে হতে লাগলো!
হুম লিখাটা এখানে শেষ হতে পারতো;
কিন্তু বেশি সুখতো আবার সবার কপালে সহেনা !
তাই সময়ের কঠোর নিয়মের সাথে তুমি ও স্বর্গকে নরক করে আবার হারিয়ে গেলে।
স্মৃতি নামক যন্ত্রনার বাক্স উপহার দিয়ে !
সেই আমি আবারো প্রত্যাবর্তন করলাম নিজের আপন সত্ত্বায়;
হলাম আঁধারের অপ্সরী ! তুমি নামক শব্দকে দিলাম অভিশাপ
যাতে আর কারো জীবনে তার প্রত্যাবর্তন না হয়।

Add to favorites
968 views