আমাকে অস্ত্রের ভয় দেখাইও না
বল কবি কি অস্ত্রে ভয় করে?
সেই কবে থেকেই তো এটা
কবিদের কথায় আগুনের ফুলকি ঝরে।
অস্ত্র কি এতটাই ধারালো
তীক্ষ্ণ এর ফলা?
অস্ত্রের জন্মই তো অগ্নিতে গলা।
কবিরা ফুল ভালোবাসে
মুগ্ধ হয় শিশির কণা দেখে,
প্রত্যয় না হলে
দেখো না একবার চেখে।
কতযুগ হলো প্রেমের তৃষ্ণা মম
কাঁদতে চায় গলাগলি করে,
অন্যায়ের জবাবে বিনীত হলে
ভীরু বলে ডাকে মোরে।
কতকাল কেটেছে আমার
হেরি বিভৎস বর্বরতা,
জেনেছি অস্রে শান্তি নেই
কাব্যে চাই তাই সমঝোতা।
কবিরা অস্রে পরাস্ত্র নয়
গলে যায় প্রেমের ছোঁয়ায়
চিত্ত যেথা কাব্যময়
ফুল দিয়ে ছিনিয়ে নিও জয়।
শেখ রাশেদুজ্জামান রাকিব
রচনাকাল -১২/০৫/১৭

Add to favorites
494 views