প্রভাত-বিষাদ -
আসাদুজ্জামান শাওন
Published on: জুলাই 4, 2016
প্রভাত-বিষাদ
আসাদুজ্জামান শাওন
—————————————————
প্রভাতের কিছু পথহারা রোদ
একদিন আমার এই বৃদ্ধ জানালায়
মুখ থুবড়ে পড়ে দিয়েছিলো আত্নাহুতি,
আর,দ্বিতীয় জীবন ফিরে পাওয়া কিছু বিক্ষিপ্ত রোদ
অগণিতবার চোখে বিদ্ধ হয়ে
করেছিলো নিশ্চুপ আর্তনাদ।
সেদিন প্রভাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিলো মহাকাল!
অনেকটা ঘুম ভাঙ্গা চোখে পাশ ফিরে তাকিয়ে দেখি
তুমি ঘুমিয়ে আছো।
বড় আশ্চর্য জন্মে মনে,জানো!
কি’যে এক নিষ্পাপ আর পবিত্রতা
তোমার ঐ ঘুমন্ত মায়াবী চেহারা জুড়ে,
অগণিতবার ডুবে যাই তোমার অতল আর অসীম প্রেমে,
চোখ ফেরাতে পারিনা আমি।
মহাকাল আমার তখনও গভীর ঘুমে তলিয়ে!
কি’যে অদ্ভুত পবিত্রতা ওর চোখ-মুখ জুড়ে।
পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন আজ পরাজিত সৈনিকের বেশে,
মহাকালের ঐ ঘুমন্ত চেহারার মিথ্যে অহংকারে!
মহাকাল আজও প্রভাতে আমার ঘুম ভেঙ্গে যায়,
অনেকটা ঘুম ভাঙ্গা চোখে পাশ ফিরে তাকিয়ে দেখি
অতল আর অসীম শূন্যতা!
অনেকটা ঝাপসা্ দৃষ্টিতে,
চোখের জলে তোমার প্রতিচ্ছবি খুঁজি।

Add to favorites
1,997 views