প্রভুর স্মরণে -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
প্রভুর স্মরণে
আরিফুল ইসলাম
আমাকে এ দুঃখ সইবার ক্ষমতা দাও হে প্রভু!
সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে ডাকি নাই
দুনিয়ার মায়ায় জড়িয়ে পড়ে ভুলে গিয়েছি
আত্মার জগতে করা সেই ওয়াদা,
“আমি কি তোমাদের রব নই?”
পার্থিক ধন সম্পদে লিপ্ত হয়ে,ব্যাস্ত হয়েছি
সবই চলছে রুটিন অনুয়ায়ী,তোমার কাজ ছাড়া
চর্তুদিকে কেবল তোমাকে ডাকার সময়ের অভাব
হিংস্র হয়েছে মানবমন নরম করে দাও হে করুণাময়
কেবল চেয়েই গিয়েছি তোমার কাছে,দেয় নি কিছুই
তবুও তুমি করুণার আধার ভুলে যাও নি আমাকে
আগলে রেখেছো সন্তানের মত,মায়ের মত
ক্ষমা করো ব্যর্থতায় পর্যবাসিত এ জীবনকে।

Add to favorites
490 views