প্রভু আমায় ক্ষমা করো -
এইচ বি রিতা
Published on: মার্চ 15, 2019
কোন একদিন,
গোধূলীলগ্নের অপেক্ষায় তীরে ভেসে উঠা মাছের মত ছটফট করতাম
আলো-আঁধারীর রংতুলিতে মোহগ্রস্থ্য ক্যানভাস,
কতই না স্বপ্নীল ছিল
আজ এই বিভীষিকাময় লগ্ন আমাকে তীব্র বিষে আচ্ছন্ন করে দেয়
প্রতিদিন ঘুম ভেঙ্গেই আতঙ্কে বিছানায় উঠে বসি
অনঙ্গ শূন্যতা আমায় নিশ্চিত ছু্ঁড়ে দেয় কারাগারে
প্রভু! আমায় ক্ষমা করো
অন্ধকার নয়, আমাকে সূর্য্যের মুখোমূখী দাঁড় করো।

Add to favorites
952 views