প্রার্থনা লেখিকা :মিনা উৎসর্গ :এইচ বি রিতা -
Kolpona mina
Published on: আগস্ট 9, 2019
আমার অন্ধ বিশ্বাস যার উপর,
তিনি আমার সৃষ্টি কর্তা।
এই পৃথিবীর সবাই চেষ্টা করে ও যা তুমায় এনে দিতে পারবে না, বলে দেখো সৃষ্টিকর্তাকে,
তিনি কখনও ফিরিয়ে দিবেন না।
এই একটি জীবনে কত কিছুই না আমরা চাই,
আমাদের আল্লাহ র কাছে
আমি আজকে কিছু চাইব,
আমায় ফিরিয়ে দিও না ঈশ্বর ।
আজ আমি প্রার্থনায় ভিক্ষা চাইছি কারো জীবন।
তিনি কারো সন্তান, ভাইয়ের কলিজার টুকরো বোন,
কারো মা, কারো প্রিয়জন।
মানুষের ব্যথায় ব্যথিত হওয়া এক প্রান,
একজন মমতাময়ী, সংগ্রামী নারী
তিনি আমাদের এইচ. বি. রিতা।
আজ বড়ো বিপদে তিনি মাবুদ
হাসপাতালের বিছানায় শুয়ে
কাটছে উনার দিন।
জীবনের সব রঙ হয়ে গেছে মলিন।
মন উনার কেঁদে উঠছে বারংবার,
হাসপাতালের দেয়াল গুলো ও,
শুনছে উনার হৃদয়ের চিৎকার।
শরীর এ উনার বিষাদময় যন্ত্রনা,
মনের মাঝে যাতনা,
কে দেবে প্রভূ শান্তনা?
নিভিয়ে দিও না আল্লাহ তুমি
আমাদের প্রিয় মানুষটির প্রাণ।
আধার আলোতে প্রভূ তুমি থেকো পাশে,
দেখো আল্লাহ রিতাকে,
সবাই কত ভালোবাসে।
আমায় ফিরিয়ে দিও না প্রভূ,
কবুল কর মোর প্রার্থনা,
আমরা সবাই থাকতে চাই,
আমাদের মমতাময়ী রীতাকে নিয়ে ভালো,
ভিক্ষা দাও আল্লাহ জীবনের আলো।
ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও,
প্রভূ আমাদের রীতা কে আমাদের মাঝে।
শুন প্রভূ শুন,
এইচ বি রিতাকে সুস্থ করে ফিরিয়ে দাও,
অধিকার দাও বেঁচে থাকার,
আজ এ মোর প্রার্থনা।

Add to favorites
858 views