প্রিয় অ্যারোমেটিক -
Mithila
Published on: আগস্ট 8, 2017
প্রথমে আমার এক বোতল ফিনাইল অ্যালকোহলের শুভেচ্ছা রইল।প্রিয়,আমি তোমাকে ভালবাসি।আর আমার এই ভালবাসা ===c এর মতই সত্য।তোমার প্রতি আমার যে ভালবাসা তা “স্প্রিং নিক্তির” সাহায্যে মাপা সম্ভব নয়।প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকে আমার প্রেমের “ট্রান্সফর্মার” তোমার “এসি তড়িৎ” প্রবাহের জন্য অপেক্ষা করে আসছে।তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় “লিফট পাম্পের” মতো উঠানামা করে,আর বন্ধ হয়ে যায় মনের “গাড়ির চাকা”।আর যখন তোমাকে দেখি তখন “হিলিয়াম গ্যাসের” মতো হালকা মনে হয় নিজেকে।ওগো আমার টলুইন,ওগো আমার ক্লোরোফর্ম,ওগো আমার ফানেল তুমি আমার হৃদয়ের বুদবুদ শুনতে পাওনা?তবে কেন তুমি “নিষ্কীয় গ্যাসের” মতো আচরন কর?ওগো আমার “অক্সিজেন টিউব” “কার্বন-মনো-অক্সাইড” ভরা পৃথিবীতে তোমার প্রেমের বিশুদ্ধ “অক্সিজেন” দিয়ে আমাকে বাঁচাও।এসো আমরা দুজনে আমাদের হৃদয়ের “জারন-বিজারন” ঘটিয়ে “সমযোজী বন্ধনে” আবদ্ধ হই।দুইজনে মিলে সম্মিলিত বর্তনীতে পরিবর্তিত হই।আমাদের প্রেমের “জেনারেটর” কোনদিন নষ্ট হবে না।
যদি আমার প্রেমে কোনদিন মরিচা ধরে তবে তুমি please “ইলেকট্রোপ্লেটিং” করে দিও।
ইতি___
তোমার অ্যালিফেটিক

Add to favorites
557 views