প্রেমময় দিন -
বিভুঁই
Published on: জুলাই 5, 2020
ছোট পর্দায় বন্দী মোদের উজ্জ্বল প্রতিচ্ছবি,
গত হয়ে যাওয়া প্রেমময় দিনের সাক্ষী এসবই।
ছুঁয়েছিলে এই হাত
শিহরিত আঁখিপাত
উন্মাদনায় কেটেছিল হায় দিবাগত রাত্রী,
গত হয়ে যাওয়া প্রেমময় দিনের সাক্ষী এসবই।
.
তোমার জন্যে খুব যতনে দিয়েছিলেম লাল টিপ,
গত হয়ে যাওয়া প্রেমময় দিনে সব ছিল ঠিক ঠিক।
বাসন্তী রাঙা ফাগুন
ভালোবাসা ছিল দ্বিগুণ
অন্য সবার মতই আমার জীবন ছিল সঠিক,
গত হয়ে যাওয়া প্রেমময় দিনে সব ছিল ঠিক ঠিক।
.
স্বপ্ন দেখিয়েছিলে তুমি মেতেছিলাম আমিও,
গত হয়ে যাওয়া প্রেমময় দিনে পাগল ছিলে তুমিও।
রাত ফুরোনো আলাপ
আজ যেন তা বিলাপ
জ্যোৎস্না রাতে কখনো তুমি মনে করে দেখিও,
গত হয়ে যাওয়া প্রেমময় দিনে পাগল ছিলে তুমিও।
.
আজ;
ভুলবশত দেখা হয়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নাও,
গত হয়ে যাওয়া প্রেমময় দিন এড়িয়ে কীভাবে যাও!
স্থির ছিলাম আমি
বেসামাল ছিলে তুমি
আজ আমায় অস্থিরতায় রেখে কী করে পালাও?
গত হয়ে যাওয়া প্রেমময় দিন এড়িয়ে কীভাবে যাও!
.
বিষের জ্বালা বয় এ বুকে ভাবি যখন এ কথা,
গত হয়ে যাওয়া প্রেমময় দিনে করেছিলে প্রতিজ্ঞা।
করবে ঘরনী মোরে
দিতে যদি হয় ছেড়ে
ত্যাগ করবে ঘর সংসার সব ছিল মিথ্যা,
গত হয়ে যাওয়া প্রেমময় দিনে করেছিলে প্রতিজ্ঞা।
.
অদৃষ্টের এ কী খেলা নাকি ছিল মোর পাপ!
গত হয়ে যাওয়া প্রেমময় দিন আজ যেন অভিশাপ।
চির চেনা তোমার মুখ
কেড়ে নিলে যত সুখ
আজ তোমার হাতের মুঠোয় অন্য নারীর হাত,
গত হয়ে যাওয়া প্রেমময় দিন আজ যেন অভিশাপ

Add to favorites
839 views