প্রেমিক -
Kumaresh Sardar
Published on: জুলাই 5, 2020
হলুদ শাড়ির পাড়খানা লাল
সুতনু তনু তব করে ঝলমল,
মিষ্টি হাসিতে ভরে থাকে মুখ
যে দেখে তাহার ভরে যায় বুক।
পথ চলে চলে কথা বল যখন
টোল খেতে থাকে চাঁদ যে বদন,
চন্দন ঘ্রাণ পড়ে ঝরে ঝরে
আমোদিত করে প্রেমিকপ্রবরে।
প্রণয় যে জাগে প্রেমিক হৃদয়ে
ছল করে তারা উপযাচক হয়ে
জমাতে আলাপ তব পিছু নেয়
সব বুঝে তুমি বলো কিছু নয়।
তব পথখানা বড় মোর জানা
তব পদ রব তার চেয়ে চেনা,
তন্বী অঙ্গে রূপোর নূপুর
ডেউ তোলে বুকে করে দুরদুর।
বাঁকা নয়নেতে দেখে চলে যাও
মুচকি হাসিতে মন যে ভরাও,
গান যবে ধরো ওগো সুধাময়
অলি কোকিলের গান থেমে যায়।
মনে মনে ভাবি থাকে জন্ম আর
হারমোনি হয়ে আসব আবার,
খোলা ছাদে যবে থাক তুমি একা
কুঞ্চিত কেশে নবরূপে দেখা।
দীঘল কেশেতে উতলা বাতাস
মেতে উঠে যেন পায় নব শ্বাস,
নিরালায় ভাবি পুন ফিরে আসি
জড়াব তোমার কালো কেশরাশি।
বি.দ্র. ছন্দ : মাত্রাবৃত্ত, প্রতি চরণে পর্ব : ২, প্রতি পর্বে মাত্রা : ৬

Add to favorites
910 views