প্রেমিক -
Mithila
Published on: মার্চ 30, 2020
আমার চলার পথে প্রেমিকের অভাব নেই।
হোক প্রেমের প্রেমিক কিংবা বন্ধু প্রেমিক।
কিন্তু জীবনের প্রেমিক পেলাম না আজও।
প্রেমিক হওয়া এত সহজ নয়।
আমার ভীষন জ্বর, কাশি
আল্লাহ আমায় এমন রোগ দিয়েছেন
কিন্তু পক্ষান্তর ভাবে এসব সহ্য করার ক্ষমতা দিয়েছেন।
নিঃশ্বাস নেওয়ার মত পর্যাপ্ত অক্সিজেন প্রদান করছেন। হাটা চলার শক্তি দিয়েছেন। খাবারের রুচি দিয়েছেন। এক কথায় পরোক্ষভাবে তিনি আমায় আগলেও রেখেছেন।
ভাইয়ের সাথে প্রয়োজন ছাড়া মাসেও একবার কথা হতো না।
অথচ এখন নিয়ম করে প্রতি ঘন্টায় খবর নিচ্ছে।
জ্বর মেপেছি কি না, গরম জল খেয়েছি কিনা, এখনো কাশি আছে কিনা, বুকে ব্যথা করে নাকি, ঔষুধ খেয়েছি কিনা, ঘরে ঔষুধ আছে কি না এমনকি হাসপাতালের ইমারজেন্সি নাম্বার রাখা থেকে শুরু করে আমার যেন কোন কষ্ট না হয় তার সবটাই করেছে বহু ক্রোশ দূর থেকে।
আমার অসুস্থতা তাকে প্রতিনিয়ত ভোগীয়েছে।
আমি তো অসুস্থ নই মনে হচ্ছে এ যন্ত্রণা সেই ভোগছে।
আর আবার বাবা।
সন্তানের সুখে সুখি আর দুঃখে দুঃখি হওয়া মানুষটা।
প্রতিবার ফোন করেই গান শুনায়, গল্প করে, রাগায়। আজ কি রান্না হলো, খাবার মজা হলো কি না, আমার পোষা বিড়ালটা আমায় মা বলে ডেকেছে কি না এমন নানা রকম কথা বলে। এসবের একটাই কারন আমি যেন অসুস্থতায় মনের দিক থেকে দূর্বল হয়ে না পড়ি। মাঝে মাঝে রাগ হতো, আমার অসুখে আব্বু এতো হাসি খুশি কি করে ? এই তো বলে আমি নাকি তার জীবন। কিন্তু আম্মুর কাছে শুনতাম ফোনের ওপাশের হাসি মাথা অভিনেতা কথা শেষে বাচ্চাদের মত অঝোড় ধারায় কান্না করেন
। আর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ” আমার বয়স হয়েছে আমায় নিয়ে যাও তবুও আমার মা’টাকে কস্ট দিও না”। আমায় কখনো বুঝতে দেয় নি বাবার এমন তৃষ্ণার্ত আকুলতার কথা।
আমার এই অসুস্থতা নিজ থেকে আমার সকল প্রেমিককেই জানানো হয়েছে।
কেউ মজা নিয়েছে, কেউ কথা বাতাসে উড়িয়ে দিয়েছে কেউ বা নানা রকম ব্যস্ততার অজুহাত দিয়েছে।নিয়ম করে কেউ জিজ্ঞাসা করেনি, আমার জ্বরটা মেপেছি কি না, এখন জ্বর কত ? কাশিটা আছে নাকি, গরম পানি, ঔষুধ খাচ্ছি কি না, শরীর ক্লান্ত লাগা বা একাকিত্বে ভোগার খবর কেউ নেয় নি। আমার এত্ত এত্ত প্রেমিক। যারা তাদের কষ্ট গুলো আমায় জানায়, মন খারাপের সময় গুলো সঙ্গ চায়। অথচ আমার এই অসুখে ভোগা একাকিত্বে সঙ্গ দেওয়ার কেউ নাই।
এ অসুখে এইটুকুই অনুভবে এসছে যে,
আমার গায়ের জ্বরে যার গায়ে তাপ লাগে না,
আমার কাশিতে যার বুক কাঁপে না,
সে কখনোই আমার প্রেমিক হতে পারে না।
আমার এ জীবনের প্রেমিক তো আল্লাহ।
যিনি বিপদ দিয়েও আড়াল থেকে
আমায় লড়াই করার মত সবটা দিয়ে আগলে রেখেছেন।
আর দুনিয়ার প্রেমিক তো,
বাবা আর ভাই।
এর থেকে বড় প্রেমিক আমার আর কেহ নাই।
৩০/০৩/২০২০

Add to favorites
2,158 views