“প্রেমের কবিতা” -
রুপক চৌধুরী
Published on: অক্টোবর 8, 2017
কারো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষণে,
তোমার ফুলেল চিত্ত বিচলিত প্রিয় !
নিশ্চিত জেনো, সমগ্র পৃথিবী একদিন,
হয়ে যাবে হিরোশিমা নাগাসাকি ।
জন্ম লগ্ন থেকেইতো ধরণী উন্মত্ত খুনের বিভীষিকায়,
নিয়ত পাল্টিয়ে তার জিঘাংসার রূপ,
ভাগ্যক্রমে বেঁচে আছি,
তুমি আমি আরও কিছু ফুল পাখি ।
তোমার টোল পড়া কপোল রক্ত দেখলেই কুঁচকে যায়,
অথচ,রক্ত খেয়েই বেঁচে থাকে জোঁক মশা,
আরও কত নাম না জানা শ্বাপদ ।
আমায় দ্রোহের কবিতা লিখতে বলোনা প্রিয়,
কবিতা ঘৃণা উগরে দিতে পারে,
কখন পেরেছে কবে,
রাঙ্গাতে কোথায় কোন হিটলারের হৃদয় ।
আমি বরং প্রেমের কবিতাই লিখি,সাক্ষী রেখে,
যে ভ্রমর ছুঁয়ে গেছে ফুলের হৃদয়,
আর,যে ফুল ছুঁয়ে গেছে তোমার খোঁপা ।

Add to favorites
504 views