প্রেমের কাছে হারজিত -
Nancy Dewan
Published on: সেপ্টেম্বর 14, 2020
আমার মনে চেপেছে ভালোবাসার
রক্তিম নিষ্প্রাণ স্পর্শকাতর প্ৰেম
প্রেমের কাছে হারজিত
তবে কি হেরে আমি গেলাম ।
প্রেমের জ্বালা বড়োই অস্থির
এই হৃদয়ে আছে শুধু তার ছোয়া
বুকে হাত রেখে দেখ আমার স্পন্দন ।

Add to favorites
1,055 views