প্রেম নেই -
আলী আহম্মেদ
Published on: মে 26, 2017
এই শহরের কোথাও প্রেম নেই
ধূ ধূ বালুচর মরুভূমি মরীচিকা
শুধু মিছে শব্দ প্রয়োগ করে
লিখে যাই প্রেমের কবিতা।
কখনো অঝোরে বৃষ্টি নামে
কান্নার জলধারা;
কখনো ছলনাময়ী খেলায় মেতে উঠে
প্রেম খুঁজে খুঁজে দিশেহারা।
সাদাকালো স্বপ্ন রঙধনু দেখে
বুকের গভীরে প্রেম এঁকে।
এই প্রেম যে ছিলো দূরে সরে যায়
অপেক্ষার রাত্রি হলো বাঁধনহারা।
এই শহরে কোথাও প্রেম নেই
জেনেছি তোমার কাছেই;
তবু এই শহরেই বসত গড়ি
জানি একদিন হয়তো প্রেম আসবেই।
প্রেম নেই
আলী আহম্মেদ
২৬ মে ২০১৭

Add to favorites
529 views