ফল্গুধারায় জাগরুক অভিপ্রায় -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
পিছনে ফেলে এসেছি;অনেক পিছনে,
কচ্ছপ আর খরগোশের দৌড়ের মতো ব্যবধান আজ,
যেখানে খরগোশ নাগাল পায় না কোনদিন,
গড়ে তুলতে পারে না কোন দূরত্বের সরল মীমাংসা,
তারকাছে গতি ছিল,ছিলো ক্ষিপ্রতার খরতা,
তারপরও হলো শুধু চেয়ে চেয়ে থাকার চরিত্র সে,
খরগোশটির মতো’ই এই রাতগুলো চেয়ে থাকে এখন,
সেখানে একটি ধারা’ই বহমান;ফল্গুধারা,
ছোঁয়া যায় না,না যায় ধরা তার ধরিত্রির মাটি,
এলিয়েন অনুরাগে তবু তার কক্ষপথে’ই কতরাত হাঁটি,
নৌকো বেয়ে যায় সারেং সর্পিল সমীকরণে যতবার,
জলের সাথে জমে তার অদ্ভুত জমিদারি,
আমারো নৌকো আছে,জল আছে,
আছে তার একখানা ক্ষয়িষ্ণু সফেদ পাল,
সেই যাত্রি উঠেনি বলে তাতে কোনদিন পথ ভুলে
পাওয়া হলো না কোন কালে সমুদ্রের সুনীল নাগাল ।

Add to favorites
473 views