ফিরে অাসা -
Tondra Tabassum
Published on: অক্টোবর 10, 2017
যখন তুমি ফিরে অাসো
মেঘেরা অামার কানে কানে এসে বলে যায় “সে” অাসছে।
মেঘের কথায় ক্ষণে ক্ষণে অামি নিজেকে সাজিয়ে তুলি,
তোমার অাসার অপেক্ষায়।
মেঘে ঢাকা চাঁদের কোমল অালোতে দুচোখে শুধু তোমায় দেখি,
তুমি ছাড়া চারিদিকটা যেন অাবছা অার ধূসর।
মধ্যরাতে নির্জন বালুবেলায় সামনের বিস্তৃত সমুদ্রটিকে একটি অতিপ্রাকৃতিক দৃশ্য বলে মনে হয়।
জলে ভরা সমুদ্র শুকিয়ে হয় ডাঙা,
সমুদ্রের নোনা ভেজা হাওয়া সেগুলো যেন এক একটি দীর্ঘশ্বাস।
হাহাকারের মতো সেই শব্দ শুনলেই
বুকের মাঝে বিচিত্র একধরনের শূণ্যতা এসে ভর করে।
যখন তুমি ফিরে অাসো
শূণ্যতারা সব ঢেউয়ে ঢেউয়ে মিলিয়ে যায়
অার সেই ঢেউয়ের মাঝে থাকো তুমি।
তুমি ফিরে অাসলেই সুখ পাখিরা মিষ্টি সুরে গাহিয়া যায় গান।
তুমি ফিরে অাসলেই সুখেরা অামার প্রকৃতি হয়ে যায়।
অার এই প্রকৃতির খেলায় তখন
সৌন্দর্যবর্ধন করি তুমি অার অামি।

Add to favorites
562 views