ফিরে আসার প্রতিক্ষায় -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
ফিরে আসার প্রতিক্ষায়
আরিফুল ইসলাম
পাশাপাশি থেকেও দুটি চোখ অন্য কথা বলে
মনের সাথে যুদ্ধ করতে করতে আমরা ক্লান্ত
বইয়ে লিখা উপদেশগুলো নিভৃতে স্মৃতিচারণ করি
কোথায় শূন্যতা ছিল,কোথায় ভুল ছিল
মানুষের সম্পর্কগুলো এক একটি ইতিহাস
এ ইতিহাস পড়তে কয়েক জীবন লাগবে
কমিটমেন্ট শব্দটি আজ বড্ড অসহায়
দুজনের মাঝে যোজন যোজন ফারাক
একসাথে থেকেও নেই ভালোবাসা
বিচ্ছেদের ভায়োলিনের সুরে মন আনমনা
সব কিছু ঠিক আছে তবুও মন ভালো নেই।
ভালোবাসা হারিয়ে যায় নতুন করে ফিরে আসার
প্রতিক্ষায়

Add to favorites
664 views