ফিরে আসে স্মৃতি -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 14, 2017
হারিয়ে যাওয়া পথের বাঁকে স্মৃতি কিভাবে ঠাঁয় দাঁড়িয়ে থাকে
সে রহস্য উন্মোচন সম্ভব হয়নি আদৌ।
জ্যৈষ্ঠের খরতাপে যে শিশুটি ডাংগুলি খেলে মায়ের বকুনিতে কেঁদে বুক ভাসাতো,
সেও আজ সন্ধ্যার কপালে টিপ পড়িয়ে হাতে হাত রেখে হাঁটে কারো।
বয়োবৃদ্ধির রোষানলে মানব সভ্যতার নবজাগরণে বদলে যায় মার্কসবাদ
মৌলবাদ-মনুবাদ বুক পকেটে ঠেসে হিংস্র যুবক ভুলে যায
ভর দুপুরে ঘর পালানো দুরন্ত কিশোরের গল্প।
পুতুল খেলায় মত্ত যে কিশোরী বুঝতনা একদিন কল্পকথা
সেও আজ বয়োসন্ধি নাঁভিমূলে দুর্বিনিত যৌবনের শুদ্ধিকরণে
আকস্মাত রজঃ নিঃসরণে পূর্নাঙ্গ!
এভাবেই বেড়ে উঠে চারাগাছ,
এভাবেই দর্শন শেষে ধর্ষণ সামনে বাড়ে
টপোগ্রাফিক্যাল ম্যাপ জায়গা করে দেয় মস্তিষ্কে ষষ্ঠইন্দ্রিয়ের;
এভাবেই বিজ্ঞানের সাথে পিছিয়ে পড়ে সমযোতা
সময়ের সাথে বদলে যায় জীবনধারা।
আদিবাসী মানুষের মতো মাটি কামড়ে পড়ে থাকা বৃক্ষ;
জানে না মাটির কষ্ট, যায় যায় দিন
ভালবাসা ফিরে গেলে থেকে যায় কামরের দাগ
ছাই হয়ে স্মৃতি বাতাসে উড়ে,
আবার বৃষ্টি হলে পলি জমে মাটিতে
নতুন অঙ্কুরে পুনরাবৃত্তি হয় জীবন থেকে জীবনের।
একদিন যেখানে স্মৃতিমাখা শৈশব ছিল সুখময়
আজ সেখানে বেদনা বিধূর, কষ্টের বলিরেখা পুরোটা জুড়ে
বারো থেকে বত্রিস বক্ষ বিদীর্ণ জানান দেয় পরিবর্ধন
পরিবর্তনে সময় আমাদের পিছনে ফেলে সামনে এগোয় দু’কদম
আর এভাবেই ব্যালকনি জুড়ে ধূলোর আস্তরে;
স্মৃতি খেয়ে যায় মানুষের অস্থিমজ্জ্বা।

Add to favorites
510 views