ফুলটি ঝড়ে গেল -
এইচ বি রিতা
Published on: আগস্ট 10, 2019
ব্যাঙ্গাচীর খেলায় উন্মত্ত বিরহ শেষে
শিরিষের ডাল ভেঙ্গে,
সাদা ফুলটি ঝড়ে গেল ভীষণ উত্তাপে
সে রাত্রি ছিল ঘুটঘুটে কালো
আজন্ম লালিত ক্লান্তিতে একটি কুকুর;
শুধু গেয়ে গেল শেষ কীর্তনের গান।
তার গায়ে দগদগে ঘা ছিল
দুর্গন্ধময় লাবন্যতা আকাশ ফুঁটো করে গেল
তখনো কেউ তীব্র যন্ত্রনায়,
শব্দের সাথে শব্দ সঙ্গমে ব্যাস্ত ছিল
কেউ প্রেমিকার কামিজের বোতাম ছুঁয়ে
কেউ সিদ্ধি মাদকতায় বেসুরা জীবনের সুর খুঁজে;
বেঁচে ছিল।
চুপচাপ ফুলটি ঝড়ে গেল
ধূসর বিবর্ণ বেহাগের সুরে,
এক মুঠো ভাতের দাবী অন্ধকার ছাড়িয়ে গেল
লোকটি চুপচাপ মরে গেল।

Add to favorites
2,259 views