ফুলের জীবন -
রুপক চৌধুরী
Published on: মে 12, 2018
হাসতে হাসতে ফোঁট তুমি,
মেলে ধরে তোমার অসীম সৌন্দর্যের সুষমিত পাপড়ী,
আবার,হাসতে হাসতে’ই বিলীন হও,
সময়ের রন্ধ্রে রন্ধ্রে রেখে দিয়ে তোমার,
ক্ষুদ্র জীবনের অপার মহিমার সুরভিত ছাপ ।
তোমার বিসর্জন,সেও তোমার অনন্ত অর্জন,
দেবতার পাদপদ্মে’ই তুমি কর সুমহান আত্ম-নিবেদন ।
এভাবেই মিশো তুমি পরম সত্বার সমুদ্র বুকে ।
সৌরভের পসরা সাজিয়ে বিমোহিত কর,
পাখ-পাখালির সুকোমল চৈতন্যের বিশুদ্ধ আঙ্গিনা,
তোমাকে আশ্রয় করে ঋতুরাজ বাড়ায় জৌলুস,
বুকে ধারণ করে আবিরের অনুরাগ,
কত রংয়ে রঙ্গিন করো মানব চিত্তের রুগ্ন অলিগলি।
তোমার সুষমা লুট করেই অহরহ,
তিলোত্তমার খোঁপা হয় সুললিত, সুশোভিত অমরাবতী,
এভাবেই করে চলছো নিরবধি,
সংক্ষিপ্ত জন্মের অপার বিভূতির প্রকাশ ।
অথচ, আমরা বছরের পর বছর বেঁচে থাকি,
শুধু লিখবো বলে যাপিত জীবনের অবাঞ্ছিত ইতিহাস ।

Add to favorites
601 views