বদভ্যাস -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 15, 2013
কি যে একটা বদভ্যাস হয়ে গেল
ধুর ছাই!
চোখের পাতায় ঘুমের রাজ্য
বিছানায় গড়াগড়ি খাই
এপাশ হতে ওপাশ ফিরি
ঘুম নাই, চোখে ঘুম নাই
মাথার পাশে ঘুম পাড়ানী
আদর সোহাগ মিটিমিটি
ভালবাসা চাদরে মুড়া
উলট-পালট খুনসুটি
চুপি চুপি অধর চুমে
মিষ্টি পায়েস কয়েক বাটি
টিপ দিয়ে যাও ঘুম কপালে
জড়িয়ে বাহূ চুমে চুমে
অনুভবে তোমার পরশ
ভীষণ লাগে ঘুমে ঘুমে
তোমায় ছাড়া ঘুম আসেনা
ঘুম আসেনা-ঘুম আসেনা
বদভ্যাসটা ভীষন লাগে
স্বপ্ন চোখে ঘুমে ঘুমে।

Add to favorites
856 views