বদলে যাওয়া -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 13, 2014
আমি বদলাইনি, সেও বদলায়নি
বদলে গিয়েছে সময়ের দাবী।
এখনো সে খালি পায়ে সবুজ ঘাসে
বিরহ অশ্রুতে লিখে ইতিহাস,
এখনো মল পায়ে একাকী সন্ধ্যা বিষাদে
পৃথিবীর বুকে নামে দীর্ঘশ্বাস।
নিশীথে এখনো খুঁজে খুঁজে পুরণো সুখ,
কারো আকাশ হয় নীলে নীলে ভার
এখনো আমি জ্যোৎস্নার খুঁজে
মুঠি ভরে জমা করি বিষণ্ণ আঁধার।
মিছে মোহে কিছু ভুলে রয়েছি দূরে;
একি ধরনীর বুকে আঁছরে পড়ে কষ্ট
ডাক্তার কাকা বসে বাক্স কোলে
মাথার উপর রবি ঠায় দাঁড়িয়ে
ডাকেনা আমায় দুহাত বাড়িয়ে।
তবু অবেলায় আঁধার ঘনায় অশ্বথ তলে
শুধু কেউ জেগে রয় বছর হতে যুগ
বিরহ কষ্ট পুষে বুকের ভাঁজে।
যদি পৃথিবী কাঁদে করুণ সুরে,
সে কাঁদে ওখানে, আমি এখানে
ক্ষরায় জাগে দুঃখ নদীর চর।