জানালার ফাঁকা দিয়ে পৃথিবী
বন্ধি জীবন
কখনো মানুষের।
আষ্টেপৃষ্টে বাঁধা চারদেয়াল
হৃদপৃন্ডের মাপঝোক বন্ধিত্বে
পায় না ঠিকানা আকাশের।
মেলে ডানা উড়াল দিতে
মন চায় যাযাবর হতে
ধরতে ঠিকানা বাতাসের।
আজন্ম লালিত স্বপ্নগুলো
বন্ধিত্বের বহিঃপ্রকাশ নয়
খুঁজে পেতে উন্মাদনা,স্বপ্নপূরণের।
ভেঙ্গে শৃঙ্খল,বন্ধি চারদেয়াল
খোঁজে মন স্বাধীনতা
চলতে পথ মুক্ত মানুষের।

Add to favorites
520 views