বন্ধু আমার মন ভালো নেই -
এইচ বি রিতা
Published on: জুলাই 14, 2013
বন্ধু আমার মন ভালো নেই
তোমার মন কি ভালো?
অলস বিকেলে, অবহেলায়
সময় আমার গেল!
বন্ধু আমার মন ভালো নেই
বুঝতে কি তুমি পার?
একলা হাটি দিন দুপুরে
কি আসে- যায় কারো?
বন্ধু আমার মন ভালো নেই
চোখের জল কি দেখো?
কষ্টের দুয়ারে দিয়েছি তালা
চাবি খানি রাখো।
বন্ধু আমার মন ভালো নেই
একটু ছুঁয়ে দেখো
এক ফোঁটা জল দিলাম সঁপে
যতন করে রেখো !

Add to favorites
1,990 views