বন্ধু হও -
Nancy Dewan
Published on: মে 6, 2021
বন্ধু হারা বন্ধু হও ।
হয়েও না দুর্বল, হয়োনা পথভ্রষ্ট।
এবং দিশেহারা,
হাও জীবনসঙ্গী,
আলো জ্বালো তারি বুকে
বন্ধু হাও মায়াবতী,
ছেড়ো না কোন বন্ধুর হাত ।
ছেড়ে দাও লোভ এবং পাপ,
বন্ধুরা সবই পারে,
হাতে রেখে হাত, বন্ধু তুমি হও স্মৃতি
এক বন্ধু ,অন্য বন্ধুর মুখের হাসি ।

Add to favorites
938 views