বরফ ঝরা রাত নীলুফা বেগম -
Nilufa Begum
Published on: জানুয়ারী 31, 2018
বরফ ঝরা রাত
সমস্ত এলাকা যখন সাদা শুভ্র বরফে ঢাকা
জন বহুল রাস্তা ঘাট নিস্তব্ধতায় মগ্ন
তখনি আমি বেড়িয়ে পড়ি রাস্তায়
গায়ে লম্বা ওভারকোট, মাথায় কান ঢাকা টুপি,
হাতে মোটা গোলভস্, হাটু পর্যন্ত উঠানো বুট;
আমাকে এক অজানা রহস্য ডাকতে থাকে
এসো,এসো, আমার কাছে এসো;
আমি পাতা ঝরা গাছের পাশ দিয়ে হেঁটে চলি
অন্ধকার রাতে বরফের সাদা রঙের উজ্জ্বলতা
আমার মনকে মুহূর্তে প্রজ্জ্বলিত করে তোলে।
যে আলোক রশ্মি আমি দেখতে পাই
সে আলোর তীব্রতা ভরা পূর্ণিমার
জ্যোৎস্নাকেও হারিয়ে দেয়,
অবচেতন ভাবেই খুঁজতে থাকি
এই সৌন্দর্য্যের বিশালতা
মোহমুগ্ধতার উৎস বিন্দু।
নেই কোন দিনের আলো, নেই কোন তারার মেলা,
আছে শুধু প্রান্তর জুড়ে নরম তুলতুলে বরফ বিছানো
সাদা চাদরের বিছানা
শীতার্ত বাতাসে কম্পমান পা দুটো তবুও
চলতে থাকে অন্তহীন বরফ সাম্রাজ্যের
খেয়ালী কোন রাজকুমারী হয়ে
এক দিগন্ত থেকে অন্য দিগন্তে।
১লা জানুআরি, ২০১৮।

Add to favorites
470 views