বর্বর স্বাধীনতা -
somia
Published on: জানুয়ারী 15, 2018
স্বাধীন দেশ-বর্বরতায় ঘেরা
পশুর সমকক্ষ মানুষের বসবাস,
জায়গা নেই অতিথি পাখির।
জন্মদাতার যৌনক্ষুধা-তনয়ার সতীচ্ছেদ
ফুল বিকানো মেয়েটিও তাদের নজর কাড়ে
লালসায় ঘেরা বড় বাবুদের;
পতিতালয়ে অগণনীয় ভিড়-সূর্যালোকের ধর্মনিষ্ঠের।
হতবাক হয়ে দেখি
দিবালোকে যাদের মানবতার ভাষণ,
তাদের পা চর্মার হাটুতে!
৪৬ বছর অতিক্রমে মুখ থুবড়ে পরে আছে-রক্ষা করার ব্যর্থতায়
গিঁট বাঁধা চরণে এখন মৃত্যু কামনা করে-স্বাধীনতা।

Add to favorites
443 views