বল ড্যান্স -
আসাদুজ্জামান শাওন
Published on: জানুয়ারী 16, 2020
বল ড্যান্স
আসাদুজ্জামান শাওন
——————————–
কালো মেঘের ফাঁক দিয়ে
গলে পড়ছিলো সোনালী পবিত্র চাঁদের আলো
আমায় বলো! এই মহিমান্বিত পূর্ণিমার রাত কি আশ্চর্য পবিত্র নয়?
জানালার পর্দায় ঢলে পড়ছিলো শ্বাশত অন্ধকার
কার্ণিশে ঘুমিয়ে পড়েছিলো – রোম হতে ভেসে আসা ভায়োলিনের সুর।
প্রাচীন পূর্ণিমার আলোয় ক্রমশ হারিয়ে যাচ্ছিলাম দু’জনে –
তুমি ; আমি অথবা আমরা উভয়ই।
বরফ শীতল গোলাপী অধর,কালো কেশ – যে এলোকেশে আত্মাহুতি দিয়েছিলো এক আকাশের অজস্র তারা,
মায়াময় কাজল-কালো আঁখিদ্বয় – অসংখ্যবার যে দু’চোখের মাঝে বিলুপ্ত হয়েছি;
বলো – এ রাতের মতন অদ্ভুত মহিমান্বিত মুহূর্ত আর কি হতে পারে?
যখন তুমি ছিলে আমার মহান ভাবনা থেকে গভীর এবং অধিক নিকটতম।
লাল কস্টিউমের গাউন; যদি তোমাকে তুলনা করা হয় ইরানী গোলাপের সাথে?ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন?
আহবান করেছিলে –
মদ্যপান হতে কি আমি বিরত ছিলাম? তুমি? আমরা উভয়ই?
না! বিরত হইনি –
তোমার হাতের রেখায় যখন মিশে গিয়েছিলো আমার হাতের রেখা,স্পর্শের সহবাস;
তোমার পৃষ্ঠদেশে যখন ছুঁয়ে গিয়েছিলো আমার হাতের স্পর্শ; আর আমার পৃষ্ঠদেশে তোমার নরম হাতের স্পর্শ।
গ্রামোফোনে জন এল্টনের “সেক্রিফাইস” সং- এর মৃদু ইন্সট্রুমেন্ট -এর মিউজিক;
আমাদের উভয়ের দৃষ্টি বিঁধে গিয়েছিলো একে-অপরের গহীন চাহনীতে,
স্মিত হাসি তোমার; পৃথিবীর কম নারী এভাবে হাসতে পারে -যেমনটা তুমি হাসো।
ছোট্ট হল রুমটি পরিণত হচ্ছিলো স্বর্গীয় রাজসভায় –
যদিও দু’জন ছিলাম একা, কিন্তু বিচ্ছিন্ন নয়; ছিলাম কি?
মত্য ছিলাম বল ড্যান্সে উভয়ই।
মার্বেলের পাথরে অঙ্কিত ছিলো আমাদের অদৃশ্য পদচিহ্ন।
গভীর রাত হারিয়ে যায়নি –
ডুবে যায়নি প্রাচীন পূর্ণিমার চাঁদ;এমনকি দূরের পাখির ডানা ঝাপটার শব্দ – ঘুমিয়ে পড়েনি;
কিংবা থেমে যায়নি রাতপোকাদের আকস্মিক বীভৎস কোরাস
মৃত হয়নি রেড-ওয়াইনের জলে ডুবন্ত সোনালী চাঁদের ক্ষীণ উজ্জ্বল আলো;
প্রতীক্ষারত ভোরের আলো ফোটেনি – সূর্যোদয় হয়নি তোমার কপালে
বল ড্যান্স থেমে যায়নি; যেহেতু, গ্লাসে তখনও পরিপূর্ণ ছিলো রেড-ওয়াইন।

Add to favorites
1,488 views