বাংলাদেশ -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 22, 2013
বাংলাদেশ……
তুমি শিশির ভেজা প্রভাতের প্রথম রবির কিরণ
তুমি তিরিশ লক্ষ শহীদের ললাটে স্বর্বনাশা মরণ।
তুমি বঙ্গবন্ধু শহীদ জিয়ার ছকে আঁকা সুদুর প্রভাত
তুমি বীর শ্রেষ্ঠ বীর উত্তমের সয়ে যাওয়া বীভৎস রাত।
তুমি কোল হারা লক্ষ মায়ের সেই একাত্তুরের দিনগুলি
তুমি শহীদ মিনারে লেগে থাকা ভাষা শহীদের গায়ের ধুলি।
তুমি কাজী নজরুলের কলমে হঠাৎ জেগে উঠা বিদ্রোহ
তুমি পল্লী কবি জসিম উদ্দিনের সবুজে ঘেরা অবিনাশী কেহ।
তুমি কালে কালে জন্ম দেয়া অসংখ্য কবির প্রসূতি
তুমি তুলির আঁচরে ফুটে উঠা জয়নুল আবেদীনের প্রীতি।
তুমি সিলেটের প্রভা রানীর জারজ সন্তানের পিতৃ পরিচয়
তুমি অগনিত সাহসী বীরাঙ্গনার সতীত্বের অপচয়।
তুমি বেগম রোকেয়া সুফিয়া কামালের স্বপ্নে দেখা নারীর অধীকার।
তুমি মুক্তিযুদ্ধার হাসির বিনিময়ে দলিল করা স্বাধীকার ।
তুমি বাউলের গানে,লালনের ধ্যানে,ভাটিয়ালী আর জারি-সারি
তুমি হিন্দু-মুসলিমের একাগ্রতায় সুখে দুঃখে রয়েছো ঘিরি।
তুমি গামছা কাঁধে কৃষকের লাঙ্গল হাতে সোনালী ধানের ফসল
তুমি মাঝ দরিয়ায় জেলের চোখে ছলকে উঠা রুপোলী মাছের দোলন।
তুমি বেড়ে উঠা কিশোরীর মনে ভালবাসা কুড়ানোর পণ
তুমি বেকার যুবকের চোখে ভেসে উঠা নতুন ভোরের আগমন।
তুমি নতুন প্রজন্মের বদলে দেয়ার শপথ যায় যায় আজকের দিন
তুমি ছিনিয়ে আনা ভূখন্ডে পরিবর্তনের অব্যাহত ধারার বীন।
তুমি ক্ষরায় ফাঁটা জমিনের বুকে শীতল বৃষ্টির প্রত্যয়
তুমি দিন শেষে কোমল অালিঙ্গনে আমার একমাত্র আশ্রয়।
তুমি ইতিহাসের পাতায় খোদাই করা দুঃসাহসিক অভিযান
তুমি জাতীর বিবেকে প্রশ্নবিদ্ধ আজকের অভিমান।

Add to favorites
2,418 views