বাংলার বিস্ময় -
আলী আহম্মেদ
Published on: ডিসেম্বর 16, 2015
এই বাংলা তোমার,এই বাংলা আমার
এই বাংলা বাঙ্গালীর
এই বাংলা বিশ্বের বিস্ময়
এই বাংলা করেছে বিশ্বজয়।
এই বাংলার বিস্ময় পলাশির যুদ্ধ
তিতুমীরের বাঁশের কেল্লা।
এই বাংলার রক্তধারা ক্ষুধিরামের প্রাণ
১৯৬২ ও ১৯৬৪ র ছাত্র আন্দোলন
১৯৬৯ এর গণভ্যুত্থান
১৯৭০ এর সাধারন নির্বাচন ও ছয় দফা আন্দোলন
এই বাংলার মুক্তির বিধান।
এই বাংলার বিস্ময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন
এই বাংলার গর্ব এভারেস্ট জয়
শান্তি ও সাহিত্যে নোবেল বিজয়।
এই বাংলার বুকে সৃষ্টিতে বিশ্ব অবাক তাকিয়ে রয়
নজরুল, সুকান্ত,মধুসূদন,জীবনানন্দ
সুফিয়া কামাল রোকেয়া
এই বাংলার গর্বিত বিস্ময়।
বঙ্গবন্ধু -জিয়ার নেতৃত্ব, ভাসানি শেরে বাংলার হুংকার
ওসমানি ও সাত বীর শ্রেষ্ঠ বাংলার অহংকার।
এই বাংলা ১৯৪৭ থেকে জ্বলে পুঁড়ে
৫২তে রাষ্ট্র ভাষা বাংলার জন্য রক্ত দিয়ে
১৯৭১ এ স্বাধীন হয় ৩০লক্ষ প্রাণের বিনিময়ে।
এই বাংলার ফসলের মাঠে বীরত্ব
সবুজের বুকে লালের গাঢ়ত্ব
গর্বিত বাঙ্গালি দেশের আলো বাতাস পেয়ে বড় হয়ে,
এ মায়ের আচঁলের ছাঁয়া তলে
পরম শান্তি পেয়ে
এ মাটির ধূলি বালি মেখে গায়ে,
করেছে বিশ্ব জয়
পরান ভরা বাংলার জারি সারি ভাটিয়ালি গান
বিশ্বের দরবারে সুরের বিস্ময়
এই বাংলায় হায়েনা আসে প্রতিনিয়ত
আলবদর রাজাকার ছিল যুগে যুগে
তবু এই বাংলা যোদ্ধারা জয়ী যুদ্ধের ময়দানে।
এই বাংলা জ্বলে পুঁড়ে হয় ছাড়খার
সাগরের জলে মাঠ ঘাট ভেসে যায়
ঘুর্নিঝর সিডরে হয় লন্ডভন্ড
তবু এই বাংলা দাড়ায় সোজা করে শিরদন্ড।

Add to favorites
1,012 views