বাবা -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 27, 2014
যিনি রিকসায় না চড়ে পায়ে হেঁটে অফিস গিয়ে সে অর্থ সন্তানের স্কুলে যাওয়ার রিকসা ভারা বাবদ রেখে দেন, তিনিই বাবা।
যিনি পুরাণো পায়জামা-পান্জাবী পরে মসজিদে গিয়ে সন্তানের জন্য ঈদের নতুন কাপর কিনে আনেন, তিনিই বাবা।
যিনি সন্তানকে উচ্চ শিক্ষিত করতে কিংবা বিয়ের খরচ জমা করতে গিয়ে মমতাময়ী স্ত্রীকে নিয়ে দারুচিনি দ্বীপ দেখার যুগ পুরাণো স্বপ্নটাকে বার বার মাটি চাপা দেন, তিনিই বাবা।
যিনি সন্তানকে বিপদ হতে রক্ষা করতে গিয়ে, অসুস্থতা হতে সারিয়ে তুলতে গিয়ে নিজের ভিটে-মাটি বন্ধক রাখেন, তিনিই বাবা।
যিনি বয়োপ্রাপ্ত সন্তানের পাশে বসে কার্ড খেলার গভীর আনন্দে বাচ্চাদের মত লাফিয়ে উঠেন, তিনিই বাবা।
ভাঙ্গা চশমায় বছর পার করে যিনি সন্তানের জন্য বাড়ী ফিরার পথে হাতে করে দামী লিচু কিনে আনেক শতেক, তিনিই বাবা।
বছর পাঁচেক পুরণো তলা ক্ষয়ে যাওয়া স্যান্ডেল পায়ে যিনি প্রত্যহ হাসি মুখে অফিস যান, তিনিই বাবা।
সন্ধ্যায় বাড়ী ফিরে ব্যক্তিগত শিক্ষক রাখার অক্ষমতায় যিনি বিশ্রাম ছেড়ে সন্তানকে পড়াতে বসেন, তিনিই বাবা।
বাবা গুলো ভিন্ন রকমের। ওরা মায়ের মত মমতার বহিঃপ্রকাশ জানেন না। ওরা উপরে কঠোর, ভিতরে ঠিত শিশুর মত। ভালবাসেন,অনেক সময় দেখাতে পারেন না। অগাধ স্নেহে নীরবে প্রমান করেন তিনিই বাবা; তিনিই আমাদের সবার যত্নে নিজের স্বাচ্ছন্দকে বলি দেয়া বাবা।

Add to favorites
1,026 views