বাবা -
এইচ বি রিতা
Published on: মে 28, 2016
মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়
কি যেন একটা ছোঁয়া অনুভব করি
কারো পায়ের শব্দে চমকে উঠি
কান পেতে রাখি, কোন শব্দ খুঁজে পাইনা।
মাথার কাছটায় কে যেন ফিসফিস করে ডাকে
আলতো ছূয়ে যায় মাথায়
বলে, খুকী! ঘুম ভেঙ্গেছে?
আবারো ঘুম ভাঙে আমার, লাফিয়ে উঠি
চোখ দুটিতে আগুন জ্বেলে তাকে খুঁজি
তাকে কোথাও খুজে পাইনা।
মানুষ চলে যায় চুপচাপ
হুট করে বিনা নোটিসে
শুধু কিছু মুহুর্ত রেখে যায়।
এখনো সেই পুরনো খাটটি তেমনি আছে
হুক্কু আর এশট্রেটা জ্বানালার পাশে
চটি জোড়া, ইজি চেয়ারটি ওখানেই
বেহালাটা বিছানার পাশে
ঘরময় এক মিস্টি সুভাস; ঠিক টের পাই
শুধু নেই মানুষটি ….
এই মানুষটি আমার বাবা
সামসুদ্দিন আহমেদ এছাক।

Add to favorites
598 views