বাহুডুরে -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 17, 2014
মনের ভিতর নানান প্রশ্নের উদয়
যেমনটি ইন্দু আর রবির কিরনে হয়
ক্ষনে ক্ষনে পালা বদল মস্তিষ্কের ক্ষয়
অন্তরযামি কাঁদে, নিশ্চুপ তবু বাসুমতি রয়।
কাঁদিছে প্রাণ তবু নিশাচর নিভৃতে
তাতে ধরনীর কি ক্ষতি হয়
বিবেক গিয়াছে তীর্থ ভ্রমনে
তমিস্রা চারিদিকে জমাট রয়।
নিরেট আচঁড়ে বুকের পিঞ্জর
দুঃখ নাহি বুঝে তারা
চপলার বেগে প্রভা ছড়ায়
সখা বহিছে অশ্রুধারা।
তবু প্রাণে জাগে মায়া পুষ্প কাকনে
অম্রাবতী তুমার তরে
আরাধনা রয়েছে ডুবি মিহির কিরণে
সখা বাধিলাম তুমায় আজ বাহু ডুরে।

Add to favorites
587 views