বিকর্কিত মুন্নি সাহা -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 25, 2016
বিতর্কিত মুন্নি সাহাকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রতিদিনই তিনি কোন না কোন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন। কওমি মাদ্রাসা তথা আলেম ওলামাদের বিরুদ্ধে সব সময়ি তিনি কিছু না কিছু খুঁজে বের করার চেষ্টায় আছেন। উদ্দেশ্যপ্রণোদীতভাবেই তিনি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মুখের সামনে মাইক ধরে ঘুরিয়ে পেছিয়ে নানানভাবে শিশুদের মগজ ধোলাই করছেন। এবং সেই ভিডিওচিত্রটি তিনি তার টিভি চ্যানেলে প্রকাশ করে কি প্রমান করতে চাইছেন, তা জনগন ভালই জানেন।
যেমন এক বাচ্চাকে মুন্নি সাহা প্রশ্ন করেছে” তুমি মাদরাসায় আসার আগে স্কুলে পড়ে কি হতে চাইতে? উত্তরে সে তার অভিব্যক্তি প্রকাশ করলে আবার মুন্নি সাহা প্রশ্ন করেন, “এখন মাদরাসায় পড়ে কি হতে চাও?” শিশুটি তার স্পট উত্তর দেয়, “বড় আলেম (জ্ঞানী) হতে চাই।” বলতেই আবার প্রশ্ন “এখন যদি আমি আবার স্কুলে নিয়ে যাই তোমাকে তাহলে কি হতে চাইবে?” এবার শিশুটি যখন তার সরল উত্তর বলল , “না আর স্কুলে যাবো না”। তখন মুখে কৃত্রিম হাসি মেখে একপ্রকার ক্ষিপ্ত হয়েই মুন্নি সাহা বলে উঠলো, “কেন যাবেনা আর স্কুলে? হুজুররা মগজ ধোলাই করে দিছে?”
একজন শিশু শিক্ষার্থী বড় হয়ে আলেম হতে চাইছে এবং সে এই শিক্ষাকে ভালবেসে ছাড়তে চাইছেনা, তার দ্বীনি শিক্ষার প্রতি এই ভালবাসা দেখে একজন সচেতন সাংবাদিক কি করে এই প্রশ্ন করেন যে, “তোমার মগজ ধোলাই করে দিয়েছে শিক্ষকরা!” ? নির্দিষ্ট কোন ধর্মের বিরুদ্ধে ধর্মীয় আক্রমণাত্মক সেই সাক্ষাৎকারটি বাংলাদেশ মিডিয়া প্রচার করে কিভাবে? মুন্নি সাহাদের খুটির জোর আসলে কোথায়??
এখন নতুন আরেক নারী জঙ্গি ইস্যূ তৈরী হচ্ছে দেশে। মুন্নি সাহাদের বিনোদনে দিতে টিভি পর্দায়, নিউজ পেপারে বড় বড় বোরকা পরা মহিলাদের ডিস্প্লে করা হচ্ছে।
ইসলাম ধর্মকে নিষিদ্ধ ধর্মে পরিণত করতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
ডার্ক এভিল(HB Rita)

Add to favorites
1,057 views