সুরের লতা -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
সুরের লতা//
রুপক চৌধুরী//
##########
লতার মতো’ই জড়িয়ে ছিলো সুর তোমার গানে,
শীতলতার নিবিড় পরশ জড়িয়ে শত প্রাণে ।
কন্ঠে তোমার আবাস ছিলো স্বয়ং বীণাপাণি,
বারমাসি বসন্ত তাই স্বরে দিলেন তিনি ।
কতো ভাষার কতো লোকের মনে দিলে আশা,
প্রেম – বিরহ অনুরাগের সরল ভালোবাসা ।
শ্রাবণ-ধারা ফাগুন-হাওয়া এক তরিতে ধরে,
মোন ভুলানে প্রাণ জুড়ানো কারুকাজে ভরে ।
কান্না- হাসির দুই ভুবনে ঢেলে দিয়ে রাগ,
সুর ছিটিয়ে দিলে তুমি যেমন ছিটায় ফাগ ।
নদীর ছন্দে বয়ে গেলে যুগ থেকে যুগে,
আবাল বৃদ্ধ তরুন যুবার দুঃখ আর সুখে ।
কলা তোমার কালোত্তীর্ণ করলে তুমি নিজে,
শুনতে থাকি নিরবধি ভালো লাগে কী যে !
রইবে বেঁচে সৃষ্টি তোমার মন জুড়িয়ে সবার,
গানের মাঝে রইবে বেঁচে লতা তোমার বাহার।
########
‘Life is Short,and art is permanent’.
You just outclass.Your songs are food of soul,
Inspiration and hope,love and loyalty.
উৎসর্গ সুর সম্রাজ্ঞী লতা মংগেশকরকে।

Add to favorites
378 views