বিচার -
শঙ্খ চিল
Published on: মে 25, 2017
বিচার
শঙ্খ চিল
——————————-
মানুষটার উপর অনেক অভিযোগ,
অভিমানী ঘৃণা বছরের পর বছর কেটে যুগ পেরিয়
কিন্তু মনের কোথায় জানি তার জন্য এক সাগর ভালোবাসা মিশ্রিত নোনাজল লুকায়িত।
কৈশর কেড়ে নিয়েছে, নিয়েছে যৌবনের সব রঙ।
আর কি চায় মানুষটা?
ধরণীর বুক থেকে আমার সমস্ত সুখ উচ্ছেদ করে দুঃখের স্থাপনা করেছে।
আমার সামনে কঠিন প্রশ্ন দাঁড় করিয়ে উত্তরপত্র নিয়ে পালিয়েছে।
বুকের ভিতর সব তছনছ হয়ে যায়, উত্তাল ঢেউ আছড়ে পড়ে বুকে,
আজ সে সুখের নীড় গড়েছে। চোখ থেকে অনবরত কষ্ট গড়িয়ে পরে।
আমি অবাক হই মানুষটার পরিবর্তন দেখে,
তবে সে তো সব পেল,
আমার কেন সব কেড়ে নিলো?
স্রষ্টা, আপনাকে বলতেই হবে,
তবে কি আমার অদৃষ্টের সমস্ত সুখ তাকে দিলেন?
ভুল আমারো ছিলো কিন্তু আমি পাপ করিনি, তবে শাস্তি আমারই প্রাপ্তি হল?
সে তো পাপী, ভয়ঙ্কর পাপ করেছে। তার ভাগ্য কেন সৌভাগ্যকে জয় করলো?
বছরের পর বছর লুকানো কষ্ট আর ক্ষতগুলো আজ তাজা হয়ে গিয়েছে।
কলিজা থেকে গন্ধ ছড়াচ্ছে চারিদিকে ; কি পুড়ছে! ঝলসানো একটা অতীত।
প্রভু আমি অভিশাপ দেইনা।
আমি মানুষ, আমার এতো ক্ষমতা কই তাকে শাস্তি দেয়ার,
তাই আমি তাকে ক্ষমাই করলাম।
এবার আপনার পালা।
আপনার পাল্লা সবার জন্য সমান।
হিসেবেও আপনি নির্ভুল।
তাই সমস্ত কিছু সঁপে দিলাম আপনার হাতে।

Add to favorites
589 views