বিচ্ছেদ -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 22, 2015
আমাদের দেখা আর হবেনা কোনদিন
মিছে মোহে ক্ষন মাস অকারণ হেসে খুন
ভোর না হোক রাতের আঁধারে জমে উঠুক ভালবাসা
আবেশে জড়ানো কন্ঠস্বর, ভালবাসায় সমর্পন
আর হবেনা আর হবেনা
আমাদের দেখা আর হবেনা কোনদিন।
ক্রিং ক্রিং টেলিফোন, ঝটপট ঘরের কোণ
চতুর শৃগালিনীর মত রাতদিন সারাক্ষন
কেউ দেখেনি, কেউ বোঝেনি
আমাদের গোপন আলাপন
বেহিসাবী ভালবাসা, আচ্ছন্ন দু’টি মন
আর হবেনা আর হবেনা
আমাদের দেখা হবেনা আর কোনদিন।কভু উচ্ছেদ, কভু বিচ্ছেদ
অকারণ রাত জাগা, অকারণ মতভেদ
ভাতের থালায় টুপটুপ আঁখিজল, টলমল টলমল
তারপর মাথা ঝুকে দু’জনার নত মুখ
বিচ্ছেদের রেশ কেটে, বাড়তি ছটাক প্রিয় সুখ
আর হবেনা আর হবেনা
আমাদের দেখা আর হবেনা কোনদিন!
—

Add to favorites
3,984 views