পরমে বুলায়ে সুখ মোর তীর্থে ভেজা চুলে
কপালে দিলে শত জনমের প্রাপ্তি,
আজি রণক্ষেত্রের পিন্ডে ঝলসে সময়,
নির্ঘুমে শুনতে স্বর্গরাণীর ঘ্রাণ; আচমকা
মিষ্টি হেসে পরিয়ে দিলে প্রিতমাখা কিছু ঘুম!
তুমি শ্রেষ্ঠ,তুমি সত্য,তুমি স্রষ্টার প্রিয়মান সুপ্তি।

Add to favorites
1,221 views