গেল বরষায় কেন হল না দেখা,
ছাতা হাতে পাশে চলতাম পথে
যত গ্লানি,যত যাতনা পেশীর
সব শুষে নিতে ব্রত একসাথে;
দংশীলে কেউ মুছে দিতে ক্ষত
তৈয়ারে ব্যস্তে সব দক্ষিণা জানালা,
তরবারি হাতে চিরতে সেই রাক্ষুসে জাতের মস্তক
এতটুকু আঁচ না ছুতে দিতাম,
রণবীরের হতো জন্ম,হতো প্রিয়তীর প্রেম হার না মানা।

Add to favorites
1,451 views