বিদায় -
Ajmery
Published on: মে 26, 2017
আজ বিচ্ছেদে মন ক্রন্দিত
শোকার্ত হলো হৃদয়,
হাহাকার শুধু চারিপাশে
বিরহে তোমার পাথর আমি
ও বন্ধু আমার,
জানাই শুভ বিদায়।
এসে এই ভবে বাহুডোরে বেঁধে
প্রীতিতে বেঁধেছিলে ঘর,
স্নেহের কোলে তুলে
দূর করে অন্ধকার
আলোকিত করেছিলে আমার শহর।
আজ,
আতর ছিটিয়ে, লোবান দিয়ে
সাদা কাপড়ে সাজিয়ে তোমায়
জানালাম তোমায় বিদায় চিরতরে,
নয় কোন পালঙ্কে, নরম বিছানায়
শুইয়ে রেখে এসেছি তোমায়
ঘুমিয়ে তুমি অন্ধকার কবরে।
বিরহে হৃদয় অঙ্গার হলো
মুছে গেলে বাগানের সকল ফাগ
গড়েছিলে যা নিজ হাতে
তুমিহীনা আজ শুন্য সবই
হৃদয়ে বাঁজে আজ শ্রাবণী রাগ।
জানি এটাই নিয়ম মেনে নিতে হবে
এই আসা যাওয়ার খেলা
চলে যাবো আমিও একদিন
ছিন্ন করে মায়ার বাঁধন
সকল রঙের মেলা।

Add to favorites
720 views