বিপ্লব -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 30, 2014
পৃথিবীর এক পৃষ্ঠে যখন যুদ্ধ ও সহিংসতা
আরেক পৃষ্ঠে ঘুটঘুটে অন্ধকার,
ঠিক তখনই ভূগর্ভস্থে ভিন্ন কিছু টের পাই
একটি অভ্যন্তরীন বিপ্লব জল থেকে স্থলে ভেসে উঠে
একটি নীরব বিপ্লব, একটি আধ্যাতিক মহাশক্তি।
পৃথিবীর অভ্যন্তরে সর্বত্র
একটি ঘুমন্ত মহাশক্তি আড়ালে দন্ডায়মান।
ওদের খালি চোখে দেখা দুস্কর
ওদের অদৃশ্য উপস্থিতি কেবল টের পাওয়া যায়
তার কোন আকার নেই, অবস্থান নেই।
দেশ, জাতী ও সংস্কৃতিতে
শহর ছাড়িয়ে পর্বত উপত্যকায়
দূরের গ্রাম, কাছের মানুষ, রাস্তার পাশে
বিবেক কিংবা পশুত্বে,
ওরা সর্বত্র এক চোরাগুপ্তযান।
ওরা সচেতন, ওরা মহাশক্তি
পর্দার আড়ালে থেকে আত্মাকে করে হনন
ওরা ধীর গতিতে এক নতুন বিশ্ব গড়ে তুলার চেষ্টায়।
কেউ বলে ক্ষমতা, কেউ বলে গুপ্তযান
কেউ ভাবে এ এক অলৌকিক মহাশক্তি…
তবু ওরা আড়ালেই থেকে যায়,
রক্তে রক্তে ছড়িয়ে দেয় বিপ্লব
এক নতুন বিশ্ব গড়ার ষড়যন্ত্রে একতাবদ্ধ।
যেখানে সেখানে ওরা ছড়িয়ে দিচ্ছে বিশুদ্ধ বাতাস
গ্রাম থেকে শহরে পথে পথে
ক্ষুদার্তের আঁচলে ছড়িয়ে দিচ্ছে প্রেম-প্রীতি
যেখানে উদারতার ঘাটতি,
ঢেলে দিচ্ছে বিশ্বমানবতার অহংকার।
ওদের পদচারনা ধীরগতি সম্পন্ন
শরীরের কোন এক অংশে ঢুকে পরলেই হয়
ধীরে ধীরে বিষ ছড়িয়ে দেয় সর্বাঙ্গে
মানুষের নিরন্তন প্রচেষ্টায় যোগ করে এক নতুন অধ্যায়।
একবিংশ শতকের চোরাগুপ্তযান ওরা।
ওরা অশিক্ষীত, নীচু জাত
বিবর্ণ ইতিহাসের পাতা হতে আসা একটা শব্দ
এক আধ্যাতিক মহাশক্তি, একটা যুদ্ধ
ওরা কালো, ওরা অদৃশ্য এক ছায়া।
আমি দেখেছি ওদের আমার শিরায় শিরায়
বাদামী হতে লাল, লাল হতে পুড়ে খাক
দেখেছি রক্তচক্ষুতে সহিংসতা হয়ে জ্বলে উঠতে
আমার কন্ঠনালী ছিড়ে খায় ওরা রাতের আঁধারে।
ওরা কারা ?
ওরা এক গোপন বিপ্লব। ওরা আমার প্রতিবাদী কন্ঠ
একটি নীরব বিপ্লব, একটি আধ্যাতিক মহাশক্তি।

Add to favorites
2,176 views